দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল-আল-মামুন কাওসার শেখ ১১/০৭/২০২৪ তারিখ দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে ১লা জুলাই তাকে ঘোড়াঘাটে বদলী করে প্রজ্ঞাপন জারি করে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ জাকির হোসেন।
ঘোড়াঘাট উপজেলার বর্তমান সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মাহমুদুল হাসানকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের বদলী করা হয়েছে।
নবাগত এসিল্যান্ড মোঃ আব্দুল-আল-মামুন কাওসার শেখ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের পূর্বে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দীর্ঘ প্রায় ৩ বছর কর্মরত ছিলেন। তার নিজ জেলা ময়মনসিংহ। তিনি ৩৮তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। চাকুরিতে যোগদানের পূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থ বিজ্ঞানে অর্নাস-মাস্টার্স সম্পন্ন করেন।
নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল-আল-মামুন কাওসার শেখ বলেন, ইতঃপূর্বে আমি তথ্য ক্যাডারে চাকুরি করেছি। উত্তরবঙ্গে দীর্ঘ ৬ বছর যাবত চাকুরির সুবাধে যতটুকু বুঝেছি, এই অঞ্চলের মানুষ খুবই সহজসরল। তারা খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারে। আমি আমার দায়িত্ব ও কর্তব্য পালনে সচেষ্ট থাকবো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস